স্পোর্টস ডেস্ক : কিছুদিন ধরে মাঠের বাইরের ঘটনায় খবরের শিরোনা হচ্ছেন নাসির হোসেন। এবার ক্রিকেটীয় ঘটনায় নজর টানলেন ‘ফিনিশার’ খ্যাত এই অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফিটনেসের কারণে বাদ পড়া নাসিরই এবার ফিটনেস টেস্টে করলেন বাজিমাত। কিছু দিনের মধ্যেই মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। সেই লক্ষ্যে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট চলছে। নিয়মিত খেলার মধ্যে থাকা অনেক ক্রিকেটারকে ফিটনেস টেস্ট দিতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এক্ষেত্রে ব্যতিক্রম নাসির। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইয়ো ইয়ো টেস্ট দিয়ে নিজের কারিশমা দেখিয়েছেন নাসির।
ইয়ো ইয়ো পরীক্ষায় নাসিরের স্কোর ছিল ১৭.১।
বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাসির হোসেন বুধবার সকাল ১০টায় ফিটনেস টেস্ট দিয়েছেন। ভালো স্কোর তুলেছেন তিনি, তার স্কোর ১৭.১।’ ইয়ো ইয়ো টেস্ট আসলে বিপ টেস্টের একটি উন্নত রূপ। বিপ টেস্ট প্রক্রিয়াটিকেই একটু জটিল আর সংশোধন করে নাম দেয়া হয়েছে ‘ইয়ো ইয়ো টেস্ট’। ইয়ো ইয়ো টেস্টের ক্ষেত্রে একজন ক্রিকেটার কী গতিতে দৌড়াচ্ছেন, সেটি বিবেচনায় আনা হয় এবং স্কোর নির্ধারণে এটি বড় ভূমিকা রাখে।

ফিটনেসের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও আবুধাবিতে গত ৬ই ফেব্রুয়ারি শেষ হওয়া টি-টেন লীগে পুনে ডেভিলস দলের নেতৃত্ব দেন নাসির হোসেন। আর আরব আমিরাত থেকে ফেরার পর বিতর্ক ওঠে তার বিয়ে নিয়ে। তার স্ত্রীর প্রাক্তন স্বামী মামলা ঠুকে দেন।