অনলাইন ডেস্ক : ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে বেছে নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত এই প্রেসিডেন্ট একথা জানান। ৪৪ বছর বয়সী হেগসেথ মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক, এ ছাড়া মার্কিন সামরিক বাহিনীতেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন।
মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘পেট একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষ।
তিনি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির একজন সত্যিকারের বিশ্বাসী। তার নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।’
হেগসেথ সাবেক আর্মি ন্যাশনাল গার্ড ছিলেন।
তার ওয়েব সাইটের তথ্যানুসারে, তিনি আফগানিস্তান, ইরাক এবং গুয়ানতানামো বে, কিউবায় কাজ করেছেন। তিনি ২০২১ সালে সেনাবাহিনী ছেড়েছিলেন।
শপথ নেওয়ার আগে নিজের প্রশাসন সাজাচ্ছেন ট্রাম্প। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসের নাম ঘোষণা করেন।
এরপর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথের নাম ঘোষণা করলেন।
এ ছাড়া, চীনের প্রতি কঠোর অবস্থানের কারণে পরিচিত যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় দুই আইনপ্রণেতা মার্কো রুবিও এবং ক্রিস্টি নোয়েম নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনের শীর্ষ দুই পদের দৌড়ে রয়েছেন। এর আগে ট্রাম্প তার প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) দায়িত্বে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি।
সূত্র: বিবিসি, সিএনএন