বিনোদন ডেস্ক : সম্প্রতি পাঞ্জাবের বিখ্যাত গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। সেই গ্যাংস্টার বলিউড সুপারস্টার সালমান খানকে শুধু প্রাণে মারার হুমকি দেননি, এখন চাঁদার টাকা চেয়েও চাপ দিচ্ছেন।
কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সালমান খান এবং তার বাবাকে খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। তার জের ধরে বলিউড সুলতানের নিরাপত্তা আরও বাড়ানো হয়। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়েই সালমান খানকে খুনের পরিকল্পনা সম্পর্কে জানতে পারে পুলিশ। সিধুর মৃত্যুতেও লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, বলিউডের সুলতানকে শুধুমা খুনের হুমকি দেওয়া হয়নি, বরং তার কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছে লরেন্স বিষ্ণোই ও তার গ্যাং। এভাবেই তারা ক্ষমতা দেখাতে যায়। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে এই তথ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, সিধু মুসেওয়ালার মৃত্যুর তদন্তের জন্য কড়া নিরাপত্তায় দিল্লি থেকে পাঞ্জাবে আনা হয়েছে বিষ্ণোইকে। তাকে মানসা জেলা আদালতে হাজির করা হবে।