বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই প্রতারণার অভিযোগ আসছিলো ভারতের উত্তরপ্রদেশ পুলিশের কাছে। প্রতারণার একাধিক অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নামেন পুলিশ। আর তদন্ত করতে গিয়েই প্রতারকদের কাছ থেকে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের পাসপোর্ট উদ্ধার করেছে তারা। ধারণা করা হচ্ছে, প্রতারকদের কাছ থেকে পাওয়া পাসপোর্টটি নকল।
প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার অভিযানে তাদের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকার প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লাখ টাকার নকল বিদেশি মুদ্রাও উদ্ধার করেছে পুলিশ। তবে প্রতারকদের কাছে সাবেক সুন্দরীর পাসপোর্ট পাওয়া যাবে এমন কোনো ধারণাই ছিল না তদন্ত কর্মকর্তাদের।
সূত্রের খবর অনুসারে, প্রতারকদের কাছ থেকে যে পাসপোর্টটি উদ্ধার করেছে পুলিশ, সেটাতে ঐশ্বরিয়ার রঙিন ছবি এবং গুজরাটের ঠিকানা ব্যবহার করেছে। আর জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৮ এপ্রিল ১৯৯০। তাই পাসপোর্টটি নকল বলেই ধারণা করছে তারা।
কিন্তু হঠাৎ ঐশ্বরিয়া রাই বচ্চনের নামে নকল পাসপোর্ট বানিয়ে তার ছবিই ব্যবহার করা হয়েছে? তা জানার চেষ্টা করছে তারা। সেই সঙ্গে ঘটনায় আর কে বা কারা জড়িত সেটাও অনুসন্ধানের চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, কোথাও ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রতিনিধি, আবার কোথাও বা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেজে প্রতারণার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। তবে তাদের সন্দেহ , এসব ঘটনার পেছনে বড় কোনো গাং কাজ করছে। তারা সেই গাং খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানায় পুলিশ।