স্পোর্টস ডেস্ক : পেনাল্টি নিয়ে মেসির সঙ্গে মাঠেই বাজি ধরেছিলেন পোল্যান্ডের গোলরক্ষক
সমীকরণের ভীড়ে না যেয়ে কাতার বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডু আর ডাই ম্যাচে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে নাটকীয় একটি পেনাল্টি পায়
ওই ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোল হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেসিরা। ম্যাচে হেরে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পোল্যান্ডও। তবে ম্যাচ শেষে আলোচনায় এসেছে পেনাল্টির বিষয়টি।
স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচ চলাকালে মেসির সঙ্গে বাজি ধরেন পোলিশ গোলরক্ষক উজচেখ সেজনি। পরবর্তী মেসির বিপক্ষে সেই বাজিতে হেরেও গেছেন এই পোলিশ ফুটবলার। এই বাজির পরিমাণ ছিল মোটে ১০০ ইউরো। তবে হারলেও মেসিকে এই অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছেন সেজনি।
খেলার ৩৮ মিনিটে পোল্যান্ডের ডি-বক্সে দলটির গোলরক্ষ সেজনির সঙ্গে সংঘর্ষ হয় মেসির। পরবর্তীতে এটি পেনাল্টি কিনা সেটি চেক করতে রেফারি ভিএআরের সাহায্য নেন। এই সময়ের মধ্যে মেসির সঙ্গে বাজিটি ধরে ফেলেন সেজনি।
তিনি মেসির কাছে দাবি করেন, রেফারি এটি পেনাল্টি দেবেন না। যদিও রেফারি মেসির পক্ষই নিয়েছেন। পেনাল্টির বাঁশি বাজিয়েছেন। যদিও মেসি সেটি থেকে গোল আদায় করতে পারেননি। সেজনি ঠিকই ফিরিয়ে দিয়েছেন পেনাল্টি শটটি।
ম্যাচশেষে পুরো ঘটনা নিয়ে সেজনি বলেন, ‘পেনাল্টির আগে আমি মেসির সঙ্গে আমি মেসিকে বলি ১০০ ইউরোর বাজি, রেফারি কিছুতেই পেনাল্টি দেবে না। মেসির কাছে বাজিটায় হেরে গেলাম।
যদিও আমি ওকে কোনো টাকা দেব না। মেসির অনেক আছে। ওর ওই ১০০ ইউরোর কোনো প্রয়োজন নেই। আমি জানি না বিশ্বকাপে এটি আদৌ করা ঠিক কিনা। আমাকে বোধহয় এটার জন্য বহিষ্কার করা হবে। যদিও এখন আমি এটা নিয়ে ভাবছি না।