অনলাইন ডেস্ক : গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য পেনসিলভ্যানিয়ায় ট্রাম্পের সঙ্গে জো বাইডেনের ভোটের ব্যবধান কমে এসেছে। গণনা করা ভোট এই রাজ্যে ট্রাম্প এখনও এগিয়ে আছেন। রাজ্যটিতে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০টি।
পেনসেলভ্যানিয়ায় ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে তার ইলেকটোরাল ভোট হবে ২৩৪ টি। সর্বশেষ আসা ফলাফলে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার মধ্যে ৯০ শতাংশ ভোট গণনার পর ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী বাইডেনের চেয়ে ১ লাখ ৬৪ হাজার ৪১৪ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু এর আগে বিকালে ট্রাম্প তিন লাখ ৭৯ হাজার ৬৩৯ ভোটে বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখানে বিপুল পরিমাণ পোস্টাল ভোট গণনা বাকি আছে এবং সেগুলোর বড় অংশ বাইডেনের পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে পেনসিলভ্যানিয়ায় ট্রাম্পের নিরঙ্কুশ জয় এখনও বলা যায় না।
২০১৬ সালে ট্রাম্পের দিকে ঝুঁকে পড়ার আগে টানা ছয়টি প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যটি ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছিল
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল কয়েকটি রাজ্যের ভোট গণনা শেষ না হওয়ায় আটকে আছে। নির্বাচনের জয়-পরাজয় নিয়ে এখন পর্যন্ত কোনো পূর্বাভাস দেয়া যাচ্ছে না।
ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন ২৬৪টি ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। পেনসিলভ্যানিয়াসহ এখনও ৫ টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা এখনও বাকি। সেগুলো হচ্ছে-জর্জিয়া, আলাস্কা, নর্থ ক্যারোলিনা ও নেভাদা। এই ৫ টিতে মোট ইলেকটোরাল ভোট ৬০টি।
দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বিভিন্ন রাজ্যে সমানুপাতিক হারে এই ভোট বিভক্ত।