বিনোদন ডেস্ক : পুলিশ নিয়োগের এডমিট কার্ডে সানি লিওনের ছবি ব্যবহার করা হয়েছে। ইতোমধ্যে সেই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক চলছে। ভারতের উত্তরপ্রদেশের এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) উত্তরপ্রদেশে পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় সানি লিওনের ছবি সম্বলিত একটি এডমিট কার্ড পাওয়া গেছে। কনৌজের তিরওয়ার শ্রীমতী সোনশ্রী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই পরীক্ষা এ ঘটনা ঘটে। যদিও শেষ পর্যন্ত অ্যাডমিট কার্ডের ‘মালিক’ পরীক্ষা দিতে আসেননি বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
কীভাবে এই অ্যাডমিট কার্ড তৈরি হলো, কে-ই বা ‘সানি লিওনি’-র নামে আবেদন করেছিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ডে যে মোবাইল ফোন নম্বর দেয়া রয়েছে, সেটা উত্তরপ্রদেশের মাহোবর এলাকার এক বাসিন্দার। পাশাপাশি যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা হয়েছে, তাতে মুম্বইয়ের ঠিকানা উল্লেখ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, কেউ ভুয়া নাম, ঠিকানা, ছবি দিয়ে পুলিশের চাকরির পরীক্ষায় আবেদন করেছিলেন। পুরো বিষয়টিই ‘ইচ্ছাকৃত’ করা হয়েছে বলে মনে করছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, এডমিট কার্ডটি ভুয়া। উল্লেখিত মোবাইল ফোন নম্বরের গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তিনি কখনও পরীক্ষা দেয়ার জন্য আবেদন করেননি। বিষয়টি নজরে আসার পরেই তার আধার কার্ড নিয়ে হাজিরার নির্দেশ দেয়া হয়েছিল।
অতীতেও সানি লিওনের নাম এবং ছবি ব্যবহার করে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার ঘটনা প্রকাশ্যে এসেছে। ২০২২ সালে কর্ণাটকের প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় এক নারী সানির নাম এবং ছবি ব্যবহার করে আবেদন করেছিলেন। পুলিশ তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদও করেছিল। যদিও ওই মহিলা পুলিশকে জানিয়েছিলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। পরে পুলিশ তদন্ত করে জানতে পারেন ওই নারীর পরিচিত এক জন ‘ইচ্ছাকৃত’ ভাবে এমন কাণ্ড ঘটিয়েছিলেন।