অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সাথে শান্তি চুক্তি নিয়ে কোনোরকম কারচুপি না করতে ইসরাইলের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
এ বিষয়ে আলোচনা করতে শনিবার (১৫ মার্চ) বিশ্বনেতাদের সাথে মোবাইল ফোনে সংলাপ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। ইউরোপীয় অংশীদার, ইইউ কমিশন, ন্যাটো, ইউক্রেন, কানাডাসহ প্রায় ২৫ জন বিশ্বনেতা এ সংলাপে অংশ নেন।

এ বৈঠকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের সাথে রাশিয়া যেন কোনরকম প্রতারণা করতে না পারে সে বিষয়ে বিশ্বনেতাদের সতর্ক করেন। তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সাথে যুক্তবিরতি নিয়ে আন্তরিক নন। এছাড়াও ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনের শুভাকাঙ্ক্ষী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্যার স্টারমার।

বিবিসির এক প্রতিবেদন বলছে, এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হলো ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে রাজি করানো।

সূত্র: বিবিসি