স্পোর্টস ডেস্ক : টানা চার জয়ে এক দল শীর্ষে। আর আরেক দল লিগ থেকে অবনমনের শঙ্কায়। তবে মুখোমুখি সাক্ষাতে ধরাশায়ী হলো টেবিল টপার রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার রাতে লা লিগায় এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরোর গোল ব্যবধান গড়ে দিয়েছে।

এদিন ম্যাচের ৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে রিয়ালকে স্তব্ধ করে দেয় এস্পানিওল। সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোলটি করেন রোমেরো। বাকি সময়ে প্রাণপণ চেষ্টা করেও হার এড়াতে পারেনি রিয়াল।

আসরে তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া রিয়াল ২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।

দারুণ এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এলো এস্পানিওল। ২২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে তারা।

নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিকোর মুখোমুখি হবে রিয়াল।