অনলাইন ডেস্ক : স্পেনে বছর পেরিয়ে গেলেও মিলছে না বাংলাদেশি পাসপোর্ট। এতে ভুক্তভোগীরা পড়ছে চরম ভোগান্তিতে। দূতাবাসের আপ্রাণ চেষ্টা থাকলেও সাড়া দিচ্ছে না বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর। পাসপোর্ট অধিদপ্তরের ডিজির এপ্রুভাল চিঠি ইস্যু হবার পরও পাসপোর্ট পাচ্ছে না অনেক বাংলাদেশি। তবে কিছু অসাধু কর্মকর্তার সাথে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে কেউ কেউ পাসপোর্ট ছাড়িয়ে আনছে বলে অভিযোগ প্রবাসীদের।
এদিকে, বাংলাদেশি পাসপোর্ট না পাওয়ায় অনেকে স্প্যানিশ রেসিডেন্ট কার্ড রিনিউ করতে পারছে না। এতে করে অনেকের অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবৈধ হলে বাংলাদেশে বৈধ ভাবে রেমিটেন্স পাঠানোর সুযোগ নেই।
ভুক্তভোগীরা গত বছর প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে সরাসরি বিষয়টি সমাধানের অনুরোধ করলে তারা আশ্বাস দেন। কিন্তু বছর পেরিয়ে গেলেও সমাধান হয়নি বাংলাদেশ দূতাবাস কর্তৃক সুপারিশকৃত আটকে থাকা পাসপোর্ট গুলোর। এতে ভুক্তভোগীরা চরম হতাশা ও অনিশ্চয়তায় ভুগছেন।