স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছিল, রিও ডি জেনিরোতে ৫০০ জনকে নিয়ে ‘নিউ ইয়ার পার্টি’ করতে চলেছেন নেইমার। করোনা ভাইরাসে জর্জর ব্রাজিলে নেইমারের এমন পার্টির খবর পরে স্প্যানিশ ও বৃটিশ সংবাদমাধ্যমেও প্রচার হয়। তবে এর সত্যতা মেলেনি। সংবামাধ্যমের এমন খবর নিয়ে সরাসরি মন্তব্য করেননি নেইমার। তবে নতুন বছরকে স্বাগত জানানোর রাতে নেইমার ইনস্টাগ্রাম পোস্টে হেসে উড়িয়ে দিয়েছেন ৫০০ জন নিয়ে পার্টির খবরটি।

বৃহস্পতিবার মধ্যরাতে নেইমার কয়েকটি ভিডিও পোস্ট করেন তার ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায় ৪০ জনের একটি ডিনার পার্টি আয়োজন করেছেন নেইমার। ভিডিওতে হাসতে হাসতে নেইমার বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে দারুণভাবে সাজানো হয়েছে আজকের ডিনারের টেবিল। এবং সেটা ৫০০ জনের জন্য নয়।’

তবে বসে নেই রিও ডি জেনিরোর স্থানীয় প্রশাসন।
রিও ডি জেনিরোর প্রসিকিউটর্স অফিস জানিয়েছে, ‘সংবাদমাধ্যমের রিপোর্ট এবং স্থানীয় কয়েকজনের দাবির উপর ভিত্তি করে তারা স্বতঃপ্রণোদিতভাবে একটি তদন্ত শুরু করেছে।’ যুক্তরাষ্ট্রের পরই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে। দেশটির প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারিয়েছে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে।

গত ১৩ই ডিসেম্বর লিঁও’র বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। এরপর আর মাঠে নামা হয়নি ব্রাজিলিয়ান সুপারস্টারের। পিএসজির হয়ে খেলতে পারেননি তিন ম্যাচ। নতুন বছরের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে নেইমারের। ফরাসি লিগ ওয়ানে আগামী ৭ই জানুয়ারি সেন্ট এতিয়েঁর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে পিএসজি।