Home আন্তর্জাতিক পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী

পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী বিল মর্নিউ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বিরোধে পদত্যাগ করেছেন তার অর্থমন্ত্রী।

রয়টার্স জানায়, ট্রুডো তার খরচ বিষয়ক যে নীতি গ্রহণ করেছেন এবং একটি দাতব্য সংস্থার সঙ্গে তার সম্পর্ক থাকার বিষয়ে দু’জনের মধ্যে মতানৈক্য দেখা দেয়। ফলে পদত্যাগ করতে বাধ্য হন অর্থমন্ত্রী।

পদত্যাগ করে মর্নিউ বলেছেন, তিনি আর পার্লামেন্ট নির্বাচনে লড়াই করবেন না। এর পরিবর্তে তিনি অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) পরবর্তী মহাসচিব হওয়ার চেষ্টা করবেন।

কনজার্ভেটিভ পার্টির নেতা অ্যানড্রু শিয়ার টুইটারে বলেছেন, মর্নিউয়ের পদত্যাগ ট্রুডো সরকারের ভিতরকার বিশৃংখলার আরেকটি প্রমাণ।

Exit mobile version