অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ২০ দলীয় জোটের অন্যতম শরীক ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বেশ কয়েকবার কর্মসূচির অনুমতি চেয়েছি। তবে আমাদের কোনো জায়গা দেওয়া হয়নি। এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আশা করছি, আপনারা সবাই থাকবেন। সবাইকে গণঅনশন কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
সবার উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘গণঅনশন কর্মসূচি থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখানে যে প্রস্তাবগুলো এসেছে আপনাদের সবার সঙ্গে আমি একমত ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া এ ধরনের সরকারকে হটানো সম্ভব নয়। আমাদের দলের স্পষ্ট আহ্বান আছে গণতন্ত্র পুনঃরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি এ ন্যূনতম দাবির ভিত্তিতে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামি।’
বিএনপি মহাসচিব বলেছেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যে নেত্রী পাক হানাদার বাহিনীর কারাগারে ছিলেন, যে নেত্রী দীর্ঘ ৯ বছর রাজপথে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।’
জাতীয় সংসদে দেওয়া আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘আইন নেই বলে আইনমন্ত্রী যে কথা বলেছেন, তা ডাহা মিথ্যা কথা। দণ্ডবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকার চাইলে শর্তহীন বা শর্তযুক্তভাবে যে কারো দণ্ডাদেশ স্থগিত বা মওকুফ করতে পারে। সরকার চাইলে মুক্তি দিতে পারেন, সরকার চাইলে বিদেশে চিকিৎসায় অনুমতি দিতে পারে- এটি সম্পূর্ণ সরকারের এখতিয়ার।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ বক্তব্য দেন।