অনলাইন ডেস্ক : নেপালের রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৬ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে নেপালের বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। হেলিকপ্টারতে ক্যাপ্টেন ছাড়াও পাঁচজন পর্যটক ছিলেন। তাদের কাঠমাণ্ডুতে নামার কথা ছিল। তারা সবাই মেক্সিকোর নাগরিক।

তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল বলেন, চপারটি সোলুখুম্বু থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে উড়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মঙ্গলবার সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

হেলিকপ্টার লামাজুরা এলাকায় বিধ্বস্ত হয়। ওই এলাকার সরকারি প্রশাসক বসন্ত ভট্টরাই বলেছেন, উদ্ধারকারীরা ছয়জনের মরদেহ শনাক্ত করেছে।

উল্লেখ্য, গত ৬ মাস আগে পশ্চিম নেপালে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তে ৭২ জন প্রাণ হারান। সূত্র: ডিডব্লিউ