Home সাহিত্য নুতন বছর আসো বারেবারে

নুতন বছর আসো বারেবারে

হিমাদ্রী রয়

সব পুরাতন রেখে যাপনের ভিড়ে
কালের চাকা ঘুরে নিয়ম করে
নুতন দেখা নুতন জাগা
নুতন করে বার্তা লেখা
পালটে দেবার পালটে যাবার স্বপ্ন ফেরি করে
নতুন বছর তুমি আসো বারেবারে।
সংকল্প ছিলো বদলে যাবার
নতুন দিনের গানে
কথা ছিলো বদলে দেবার মশাল হবো
সকল জীর্ণ পুরাতন প্রাণে
কতটা পেরেছি কতটা হেরেছি
জীবন পৃষ্ঠা জানে।
বেলা শেষের খেলায় যাও আয়না ধরে
দেখি সারা বছর ফিরে
ভোলানো ভালবাসা আর ভেজাল প্রতিশ্রæতি
সুখি সাজার ভান করেছি অতি
কতনা মানুষ সুখি মুখোশ আড়াল করে
তবু নুতন বছর আসো বারেবারে।
এভাবেই তারিখ আসে তারিখ যায় চলে
অসীম যিনি বসে আছেন তিনি কর্মের খাতা খুলে
মানুষ, নুতন শুরুর শপথ ভুলে
করে উদযাপনে গৌরবের মাতামাতি
কেউ জানি না কার জীবনে কখন পড়বে যতি।
‘বিশ্বাসে বস্তু মেলায়’ আজ না হয় যুক্তি থাক দূরে
বাজিয়ে মঙ্গলের শঙ্খনিনাদ
নুতন বছর আসে আবার ফিরে
পুড়িয়ে ফেলে বিদায় দিনে আবর্জনার স্তুপ
আশার আঙিনায় বসে পুড়াই গন্ধবিধুর ধুপ
স্বপ্নেরা সব উঠে দাঁড়ায় নুতন ইচ্ছেতে ভর করে
নিজে জাগি অন্যে জাগাই ডাকি পরস্পরে
নুতন বছর আলোকিত হোক সকল অন্ধকারে।
টরন্টো

Exit mobile version