বিদ্যুৎ সরকার : ওর তো আকাশ দেখার প্রতিশ্রæতি আছে। আছে পাহাড়ের শিখড়ে উঠার অভিলাস।সমুদ্র মন্থণে যাবার সুনিপুণ স্বপ্ন নির্মাণ। তবুও কেন চোখে নামে বৃষ্টি মনে উঠে ঝড়? তার কি কোন দুঃখের ধারাপাত আছে, আছে না বলা কিছু শোক গাঁথা? আমরা কেন তা জানি না, জানতে চাই না একটি বারও! অথচ কী দারুন বিস্ময় নিয়ে একসময় নিরুপমা আকাশ দেখতো সুনীল আকাশ, শরতের শুভ্র সফেদ মেঘলা আকাশ, বৃষ্টি স্নাত নির্মল আকাশ কিংবা কুয়াশায় ঢাকা অস্বচ্ছ আকাশ। তেমনি কোন এক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এর ভালো লাগার উচ্চতা পরিমাপ করতো আনমনে এবং মনে মনে ভেবে নিত একদিন সত্যি সত্যি সে ঐ পাহাড়টার উচ্চ শিখড়ে পৌঁছে যেতে পারবে স্বপ্নের সিড়ি বেয়ে। কখনো আবার এক অনন্তের সিড়ি বেয়ে নেমে যেতে পারে সুনীল সমুদ্রের গহীনে। সমুদ্রের বিশালতা তাকে শিখাবে উদার হতে। সুনীল আকাশ, নীল সমুদ্র মিলেমিশে আছে এক কল্প রেখায়। পাহাড়েরও তো মাঝে মাঝে ইচ্ছে জাগে আকাশটাকে ছুঁয়ে দেখতে। পাহাড়ের কী কোন দুঃখ আছে, নিরুপমার যেমনটি আছে? তবে কেন পাহাড় কাঁদে যেমন কাঁদে নিরুপমা। নিরুপমার চোখে জল। পাহাড়ের দেহ বেয়ে গড়িয়ে পড়ে জল ধারা। পাহাড়েরও কান্না আছে, আছে দুঃখ বোধ।
নিরুপমা কি পাহাড়ের মতো একাকী, বড় নিঃসঙ্গ? হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে সুদূরের পিয়াসী হয়ে। নিরুপমা কি সুনীল আকাশের মেঘে ঢাকা একটি তারা? আকাশের নীল থেকে দুঃখগুলো শুষে নিয়েছে আপন ভেবে। নিরুপমা কি দৃষ্টিময় চোখের কান্না? চোখের নোনা জলে গড়ে তুলে এক গহীন সাগর।
নিরুপমা পাহাড় ভালো বাসতো, সমুদ্র ভালো বাসতো, তেমনি ভালোবাসতো আস্ত আকাশটাকেও। মাঝে মাঝে নিজেকে পাহাড় ভাবতে ভাল লাগে তার। স্থির, স্থবির। ভাবতে ভাললাগে সীমাহীন সুনীল আকাশ সাজতে। একবুক ভালোবাসা নিয়ে উড়িয়ে দিয়ে হাজার রঙিন প্রজাপতির ডানা। নিরুপমার ভাবনাগুলো কেমন করে বুকের মাঝে এক ক্ষত সৃষ্টি করে ফেলে অজান্তেই। ক্ষতের জমাট বাধা রক্তের মতো ভাবনাগুলোও জমে জমে এক সময় পাহাড়ের কালো প্রস্তর খন্ডে রূপ নেয়। ওর ভাবনাগুলো আমাকেও বুঝি ভাবিয়ে তুলে কখনো কখনো। সুখগুলো, দুঃখগুলো ছুঁয়ে ছুঁয়ে যায় বার বার।
নিরুপমা কি এখনো সকালের কুয়াশা সিক্ত ঘাসে তার পা ভেজায়? নিরুপমা কি এখনো জলে ভাসা নীলপদ্মে দু’চোখ মেলে ধরে? নিরুপমা কি এখনো গ্রীন হাউসে তার সাজানো বাগানে ফুল ফোটার প্রহর গুনে? এসব কিছু সত্যি হলে তবুও কেন থৈ থৈ দুঃখ এসে তাকে ভাসিয়ে নিয়ে যায় এক দূর অজানায়?
বিদ্যুৎ সরকার : লেখক ও আলোকচিত্রী, টরন্টো, কানাডা