Home জাতীয় নিত্যপণ্যের দাম বাড়লেও ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের দাম বাড়লেও ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : নিত্যপণ্যের দাম বাড়লেও আমরা ভালো আছি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (২ জুন) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, অন্যদের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো বলে মনে করি। পণ্যের দাম বাড়লেও আমরা ভালো আছি। আশা করছি সামনে আরও ভালো কিছু হবে।

তিনি বলেন, সারা পৃথিবীর দিকে তাকালে দেখবেন আমরা কোন অবস্থায় আছি। অন্যদের তুলনায় দেখলে আমরা ভালো আছি। নিম্নআয়ের মানুষের কিছু কষ্ট হচ্ছে। এটি মাথায় রেখে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ডাল-চিনি ও ভোজ্যতেল দিয়েছি। পেঁয়াজের দাম যখন বেড়েছে কমদামে পেঁয়াজ বিক্রি করেছি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে মধ্যস্বত্বভোগীরা সমস্যা তৈরি করে। যেসব পণ্য আমদানি করি তার দাম যদি বাড়ে বাজারেও এর প্রভাব পড়ে। কোথাও কোথাও সমস্যা আছে।

 

Exit mobile version