অনলাইন ডেস্ক : কানাডার মাটিতে সহিংসতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংযোগ আছে-এমন খবর প্রকাশের পর নিজ দেশের গোয়েন্দা কর্মকর্তাদের ‘ক্রিমিন্যাল’ বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর এনডিটিভির।
শুক্রবার (২২ নভেম্বর) সাংবাদিকদের ট্রুডো বলেছেন, আমরা দুর্ভাগ্যবশত দেখছি ক্রিমিন্যালরা মিডিয়ার কাছে গোপন তথ্য ফাঁস করেছে। এসময় তিনি ভারতীয় নেতাদের নিয়ে নিজ দেশের মিডিয়ার প্রকাশিত রিপোর্টকে মিথ্যা হিসেবে উল্লেখ করেন।
শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড ইস্যুতে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তলানিতে। এমন পরিস্থিতির মধ্যে গত সপ্তাহে দেশটির এক প্রত্রিকা খবর প্রকাশ করে যে, কানাডার নিরাপত্তা সংস্থাগুলোর বিশ্বাস, দেশটিতে সহিংস পরিকল্পনা সম্পর্কে নরেন্দ্র মোদি জানতেন। পাশাপাশি বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অজিত দোভালও অবগত ছিলেন।
‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকাটি কানাডার এক জাতীয় নিরাপত্তা কর্মকর্তাকে নাম না করে উদ্ধৃত করে খবরটি প্রকাশ করে। এমন খবর প্রকাশ হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় জানায় যে কালিমালিপ্ত করার প্রচারণা চলছে।
ভারতের এমন বিবৃতির পর শুক্রবার সকালে কানাডার জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা এক বিবৃতি জারি করে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কানাডার মাটিতে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, এরকম কোনও প্রমাণ তাদের কাছে নেই।
কানাডার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাথালি ড্রুইন এক লিখিত বিবৃতি দিয়ে জানান, প্রধানমন্ত্রী মোদি, মন্ত্রী জয়শঙ্কর বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল কানাডার অভ্যন্তরে কোনও গুরুতর অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এই কথা কানাডার সরকার বলেনি, বা এ বিষয়ে কোনও প্রমাণ আছে বলেও জানা নেই।