স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে ‘ইউনিভার্স বস’ বলে ডাকা হয়। নিজেও সেটা দাবি করেন। এবার সেই গেইল নিজেকে সর্বকালের সেরা অফস্পিনার হিসেবে দাবি করেছেন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে গেইলের শিকার ২৬০ উইকেট। আর ঘরোয়া টি-টোয়েন্টিতে পেয়েছেন মাত্র ৮৩ উইকেট।
সাক্ষাৎকারে গেইল বলেন, ‘‘আপনি জানেন কি? আমার বোলিং সহজাত। মুত্তিয়া মুরালিধরন নিশ্চিতভাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার আছে সেরা ইকোনমি, এমনকি এইখানে সুনীল নারিনও আমার ধারেকাছে নেই।’’
ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’ দেখা যাবে ইউনিভার্স বসকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৬০ বলের এ টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী বুধবার। দীর্ঘদিন পর মাঠে নামবেন বলে রোমাঞ্চিত গেইল,
এ ব্যাপারে গেইল বলেন, ‘‘অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। নিজেকে আবার শিশু মনে হচ্ছে, অভিষিক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি। আমি খেলাটাকে মিস করেছি। আবারও পুরোনো রূপে ফিরতে হবে আমাকে।’’