বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। অন্যদিকে বিভিন্ন উৎসবেও তাহসানের নাটক মানেই ভিন্ন কোনো কিছু। দর্শক মুখিয়ে থাকেন উৎসবে তাহসানের নাটক কিংবা টেলিছবি দেখতে। এরইমধ্যে চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েও প্রশংসিত হয়েছেন। নতুন খবর হচ্ছে এবার নিউ ইয়র্কে আয়োজন হতে যাচ্ছে তাহসানের একটি একক কনসার্ট। শো টাইম মিউজিকের আয়োজনে ১৫ই মে রোববার কুইন্স প্যালেসে হতে যচ্ছে এই আয়োজন। এরইমধ্যে এ কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে।

তাহসান এ কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে জানা গেছে। এদিকে তাহসান বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদের নাটক নিয়ে। তবে বরাবরের মতো অল্প সংখ্যাক ঈদ নাটকেই তাকে পাওয়া যাবে। এর বাইরে নতুন গান নিয়েও চলছে তার ব্যস্ততা। জানা গেছে, ঈদে জি-সিরিজের ব্যানারে একটি নতুন গান প্রকাশ হতে যাচ্ছে এ শিল্পীর। এরইমধ্যে সেই গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।