অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস বিস্তারের কেন্দ্র নিউ ইয়র্ককে কোয়ারেন্টিন করার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর আগে নিউ ইয়র্কের গভর্নরও একে এন্টি অ্যামেরিকান বলে মন্তব্য করেছেন। ট্রাম্প জানিয়েছেন সর্বশেষ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে হোয়াইট হাউজের করোনা টাস্ক ফোর্সের সুপারিশ অনুযায়ী। বিবিসির খবরে জানানো হয়েছে, ট্রাম্প এর আগে নিউ ইয়র্ককে কোয়ারেন্টিন করার সম্ভাবনার কথা বলেছিলেন। একইসঙ্গে নিউ জার্সি ও কানেকটিকাটের কিছু অংশও কোয়ারেন্টিন করার ইচ্ছে ছিল তার। তবে শেষ পর্যন্ত সেখান থেকে ফিরে এলেন তিনি। শুধু নিউ ইয়র্ক শহরেই ৫২ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এটি দেশটির মোট করোনা আক্রান্তের অর্ধেক।
এক টুইটে ট্রাম্প বলেন, কোয়ারেন্টিন করার পরিবর্তে তিনি চলাচলের ক্ষেত্রে কঠিন নির্দেশনা প্রদান করবেন নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটের জন্য। এটি করা হবে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের সাহায্যে। তবে এসব নির্দেশনার বাইরে থাকবেন জরুরি সেবার সঙ্গে জড়িতরা। এরমধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মী ও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো।