Home প্রবাস নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যায়। পরে পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহতরা হলেন সিলেটের ইউসুফ ও কুমিল্লার বাবু।

এ ঘটনার পর বাফেলো শহরের বাংলাদেশির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এছাড়া এ ঘটনায় অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। বন্দুক হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে তারা।

Exit mobile version