Home আন্তর্জাতিক নাভালনির মৃত্যু: ‘অবিলম্বে তদন্ত’ দাবি যুক্তরাষ্ট্রের, রুশ কূটনীতিকদের তলব যুক্তরাজ্যের

নাভালনির মৃত্যু: ‘অবিলম্বে তদন্ত’ দাবি যুক্তরাষ্ট্রের, রুশ কূটনীতিকদের তলব যুক্তরাজ্যের

অনলাইন ডেস্ক : রাশিয়ায় কারাবন্দী অবস্থায় বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ‘অবিলম্বে তদন্ত’ দাবি করেছে মার্কিন প্রশাসন। আর এ ঘটনায় রুশ সরকারকে দায়ী করে রুশ দূতাবাসের কূটনীতিকদের তলব করেছে যুক্তরাজ্য। নাভালনির মৃত্যুর খবর শোনার পরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র তদন্ত দাবি করেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এই প্রতিক্রিয়া জানানোর সময় প্রেসিডেন্ট জো বাইডেন ও সাংবাদিকদের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে চেপে আকাশপথে ভ্রমণ করছিলেন ওই মুখপাত্র। এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে নাভালনির মৃত্যুর প্রসঙ্গে বলছে, যখন কেউ কোনো রাষ্ট্রে কারাবন্দী অবস্থায় মারা যান, তখন সে ঘটনার ঝুঁকি কিংবা দায়ভার রাষ্ট্রকে নিতে হয়।

অন্যদিকে নাভালনির মৃত্যুর ঘটনায় পুতিন সরকারকে দায়ী করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাজ্যে রুশ দূতাবাসের কূটনীতিকদের তলব করা হয়েছে। রুশ কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ দায়ভারের বিষয়টি তাদের জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক ছিলেন ৪৭ বছর বয়সী নাভালনি। গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। নাভালনি ২০২১ সাল থেকে কারাগারে বন্দী ছিলেন। গত বছরের শেষ দিকে উত্তর সাইবেরিয়ার ইয়ামালো-নেনেটস অঞ্চলের কারা কলোনিতে নেয়া হয় এই নেতাকে। শুক্রবার সেখানেই মৃত্যু হয় নাভালনির।

Exit mobile version