অনলাইন ডেস্ক : বৃটেনে জরুরি ভিত্তিতে অনুমোদন দেয়া হয়েছে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। আগামী সপ্তাহেই দেশটিতে এই ভ্যাকসিনের ব্যবহার শুরু হবে। আর রানি দ্বিতীয় এলিজাবেথ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ভ্যাকসিন নেবেন। খবর ডেইলি মেইল’র।
৯৪ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার ৯৯ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপ রাজপরিবারের সবচেয়ে বয়স্ক দুই সদস্য। তারা তাদের বয়সের কারণে তাড়াতাড়ি ভ্যাকসিন পাবেন। তারা তাদের পছন্দমতো চিকিৎসা না নিয়ে এই ভ্যাকসিন নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
করোনা ভ্যাকসিন নিলে ক্ষতি হতে পারে বলে মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিন নেয়ার মাধ্যমে মানুষকে উৎসাহী করতে রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে রানি এলিজাবেথ ও তার স্বামীর ভ্যাকসিন নেয়ার বিষয়ে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।