অনলাইন ডেস্ক : বিদেশে যেতে পারলেন ক্ষমতাচ্যুত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার সময় আজ মঙ্গলবার বিকেলে তাকে আটকে দেওয়া হয়।
বিমানবন্দরের একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে গতকাল সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাওয়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন তিনি।
শেখ হাসিনার পালানোর খবর প্রকাশ্যে আসার পর অনেক মন্ত্রী-এমপি আত্মগোপনে চলে যান। তাদের অনেকেই বিদেশে পালানোর চেষ্টা করছেন। আজ সেই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
এর আগে আজ দিল্লি যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়।