Home খেলাধুলা দুর্ভাগ্যজনক কিন্তু এটা সত্য, কোহলি ইস্যুতে কেন এ মন্তব্য করলেন সালমান বাট

দুর্ভাগ্যজনক কিন্তু এটা সত্য, কোহলি ইস্যুতে কেন এ মন্তব্য করলেন সালমান বাট

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে জলঘোলা এখনো শেষ হয়নি। এর মধ্যেই সম্প্রতি ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘কোহলি আরও কয়েক বছর টেস্ট অধিনায়ক হিসেবে থাকতে পারতেন, কিন্তু লোকেরা তার সাফল্য হজম করতে পারতো না।’

এবার শাস্ত্রীর এই মন্তব্য নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তিনি বলেছেন, সাবেক কোচ শাস্ত্রী ভারতীয় ক্রিকেট দলের পরিবেশটা অন্য যে কারো চেয়েও ভালো জানতেন।

সালমান বাট বলেন, ‘স্পষ্টতই, শাস্ত্রী অন্য কারো চেয়ে পরিবেশ ভালো জানেন। আমরা সবাই জানি ভারত ও পাকিস্তান দলের পরিবেশ প্রায় একই রকম। কিন্তু দুর্ভাগ্যজনক যে এই ধরনের মানসিকতা এখনো বিরাজ করছে। সম্ভবত শীর্ষ খেলোয়াড়রা তাদের সেরাটা দিতে ব্যর্থ হচ্ছেন এ কারণেই। তাদের পথে অনেক প্রতিবন্ধকতা রয়েছে এবং তারা নিজস্ব লোক। এটা দুর্ভাগ্যজনক কিন্তু (এটি) সত্য।’

নিশ্চিতভাবেই, তিনি (কোহলি) আরও অন্তত দুই বছর ভারতকে নেতৃত্ব দিতে পারতেন বলেও মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

Exit mobile version