অনলাইন ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মুসলিমবিদ্বেষী ও অভিবাসীবিরোধী দাঙ্গা সামলাতে পর্যাপ্ত পুলিশ রাস্তায় থাকবে। তিনি সহিংস বিক্ষোভের প্রস্তুতি নেওয়া সম্প্রদায়গুলোকে আশ্বস্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় কঠোর এ বার্তা দিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রী ও পুলিশপ্রধানদের সঙ্গে জরুরি বৈঠকের পর দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, পুলিশ যে কোনো বিশৃঙ্খলা মোকাবিলায় থাকবে। আমাদের প্রথম কর্তব্য হলো, আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তারা যাতে নিরাপদ থাকে, তা নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উত্তর-পশ্চিম ইংল্যান্ডের সমুদ্রতীরবর্তী শহর সাউথপোর্টের একটি ইভেন্টে তিন শিশুকে হত্যার জেরে বেশ কয়েকটি শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে– সন্দেহভাজন হত্যাকারী একজন মুসলিম অভিবাসী, যদিও এ হত্যাকাণ্ডের সঙ্গে কোনো ইসলামপন্থি যোগসূত্র ছিল না। এতে সহিংসতা ছড়িয়ে পড়ে। দাঙ্গাবাজরা মসজিদ লক্ষ্য করে হামলা চালায়। তারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আশ্রয় নেওয়া লোকজনের বাড়ির জানালা ভেঙে দেয়। এ সময় তারা ‘তাদের বের করে দাও’ বলে স্লোগান দিতে থাকে। যুক্তরাজ্যে গত ১৩ বছরের মধ্যে এটা সবচেয়ে বড় দাঙ্গা।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, দাঙ্গাবাজরা অভিবাসীদের সহায়তাকারী অভিবাসন কেন্দ্র ও আইন সংস্থাগুলোর ওপর হামলা চালাতে পারে। এ অবস্থায় ব্রিটেনের ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো বলছে, তারা এ বিক্ষোভকারীদের মোকাবিলা করবে।
স্টারমার বলেন, বিভিন্ন স্থান বিচ্ছিন্নভাবে বিক্ষোভ হওয়ায় তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তবে তিনি আশ্বস্ত হয়েছেন, পুলিশ যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলা করতে সক্ষম হবে। দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৪০০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।