Home জাতীয় তুরস্কে ভূমিকম্প : এক তরুণীকে জীবিত ও ৩ মরদেহ উদ্ধার করল বাংলাদেশি...

তুরস্কে ভূমিকম্প : এক তরুণীকে জীবিত ও ৩ মরদেহ উদ্ধার করল বাংলাদেশি দল

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরইমধ্যে তারা ১৭ বছরের এক তরুণীকে জীবিত ও তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার রাতে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে সাতদিনের জন্য গত বুধবার রাতে ফায়ার সার্ভিসের ১২ জনসহ মোট ৬০ জনের একটি উদ্ধারকারী দল সি-১৩০ বিমানে করে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

Exit mobile version