Home আন্তর্জাতিক তুরস্কে ভূমিকম্পের ৯১ ঘন্টা পর উদ্ধার এক শিশু, নিহত বেড়ে ১০২

তুরস্কে ভূমিকম্পের ৯১ ঘন্টা পর উদ্ধার এক শিশু, নিহত বেড়ে ১০২

অনলাইন ডেস্ক : তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের ৯১তম ঘন্টায় গিয়ে উদ্ধার হলো ৪ বছরের এক শিশু। উদ্ধারাভিজান চলার সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তুরস্কে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। তবে মঙ্গলবার ওই শিশুটিকে ভেঙ্গে পড়া একটি ভবনের ধ্বংস্তুপের মধ্য থেকে উদ্ধার করা হয়। আয়দা নামের মেয়ে শিশুটি আটকা পড়া অবস্থায় কাঁদছিল। উদ্ধারকর্মীদের দেখে সে হাত নারে এবং তার নাম জানায়। এই ঘটনাকে অলৌকিক বলে মন্তব্য করেছেন ইজমিরের মেয়র টাঙ্ক সয়ের। তিনি বলেন, শত মানুষের মৃত্যুতে আমরা যে শোকের মধ্যে ছিলাম এই শিশুকে উদ্ধারে তার কিছুটা লাঘব হবে।

আল-জাজিরা জানিয়েছে, উদ্ধারের পর শিশুটিকে এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর একদিন পূর্বেই ৩ বছর ও ১৪ বছরের দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারীরা। ৭ মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১০২ জন। আহত হয়েছেন প্রায় এক হাজার।

Exit mobile version