Home আন্তর্জাতিক তুরস্কে উড়োজাহাজ কোম্পানির সদর দপ্তরে ভয়াবহ হামলা, নিহত ৫

তুরস্কে উড়োজাহাজ কোম্পানির সদর দপ্তরে ভয়াবহ হামলা, নিহত ৫

অনলাইন ডেস্ক : তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক উড়োজাহাজ কোম্পানির তুর্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন টিএআইয়ের কর্মী, অন্যজন ট্যাক্সিচালক।

বুধবার রাজধানী আঙ্কারার কাছে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

এ ঘটনার জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। তবে এখনো কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, হামলাকারী দুই নারী ও পুরুষকে নিরস্ত্র করা হয়েছে।

কুর্দি সশস্ত্র গোষ্ঠীর অবস্থানকে লক্ষ্য করে উত্তর ইরাক ও উত্তর সিরিয়া অঞ্চলে বিমান হামলার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নারীসহ কমপক্ষে দুজন বন্দুকধারী টার্কিশ এরোস্পেচ ইন্ডাস্ট্রিজে (টিএআই) প্রবেশদ্বারে লোকজনে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছে।আঙ্কারা থেকে টিএআইয়ের দপ্তরের দূরত্ব ২৫ মাইলের মতো।তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং বিমান চলাচলকারী কোম্পানি,যা দেশের প্রথম জাতীয় যুদ্ধ বিমান উৎপাদন করে থাকে।

এই ঘটনায় রাশিয়ায় ব্রিকস সম্মেলনে থাকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিন্দা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘটনাকে একটি জঘন্য সন্ত্রাসি হামলা বলে উল্লেখ করেন।

 

Exit mobile version