অনলাইন ডেস্ক : আঙ্কারা ন্যাটোতে যোগদানের জন্য সুইডেনকে অনুমোদন দেয়ার পর কানাডা ড্রোন যন্ত্রাংশের উপর রপ্তানি নিয়ন্ত্রণ তুলে নেয়ার বিষয়ে তুরস্কের সাথে স্থগিত আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছে। এই পদক্ষেপ তুরস্কের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। সংশ্লিষ্ট বিষয়ে অবগত একজন এ কথা বলেছেন। সুইডেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার প্রচেষ্টায় এক বছরেরও বেশি সময় ধরে বিরোধিতার অবসান ঘটিয়েছে প্রেসিডেন্ট এরদোগান এ বিষয়ে দেশটিকে সবুজ সঙ্কেত দেন। এমনকি তুরস্কের মিত্ররাও অবাক হয়ে গিয়েছিল, যারা আঙ্কারা কর্তৃক সন্ত্রাসী হিসাবে বিবেচিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রথমবারের মত স্টকহোমকে পদক্ষেপ নেয়ার দাবিতে তাকে সমর্থন করেছিল।

এরদোগানের সিদ্ধান্ত ভিলনিয়াসে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) শীর্ষ সম্মেলনের ঠিক আগে ঘোষণা করা হয়। এরপরই ওয়াশিংটন দ্রুত সময়ে এক বিবৃতি প্রকাশ করে যাতে বলা হয় যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সাথে পরামর্শ করে তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তরের পথে এগিয়ে যাবে।

তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ পদক্ষেপে ন্যাটো সদস্য কানাডা অপটিক্যাল সরঞ্জামসহ ড্রোন যন্ত্রাংশের উপর রপ্তানি নিয়ন্ত্রণ তুলে নেয়ার বিষযয়ে আলোচনা পুনরায় চালু করতে সম্মত হয়েছে। এ বিষয়ে অবগত এক ব্যক্তি পরিচয় প্রকাশ না করার শর্তে এ থথ্য জানান।

নাগর্নো-কারাবাখের ছিটমহলে আর্মেনিয়ার সাথে যুদ্ধরত আজারবাইজানের বাহিনী কর্তৃত সরঞ্জামগুলো ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করে কানাডা ২০২০ সালে তুরস্কে কিছু ড্রোন প্রযুক্তি রপ্তানি স্থগিত করে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই রপ্তানি নিয়ন্ত্রণগুলো যা ‘গুরুত্বপূর্ণ কারণে আরোপ করা হয়েছিল’ তা বহাল রয়েছে। প্রাধানমন্ত্রী ট্রুডো প্রেসিডেন্ট এরদোগানসহ ভিলনিয়াসে আমাদের অংশীদারদের সাথে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে আলোচনা করেছেন।’

‘মিত্রদের মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য এবং বিনিয়োগে কোনো সীমাবদ্ধতা, বাধা বা নিষেধাজ্ঞা থাকবে না বলে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ।’ আলোচনার বিষয়ে অবগত ওই ব্যক্তি বলেছেন, ন্যাটো শীর্ষ সম্মেলনেকে সামনে রেখে তুরস্ক আগেই ওয়াশিংটনের সাথে আলোচনায় এফ-১৬ এর বিষয়ে আশ্বাস চেয়েছে। পাশাপাশি কানাডার রপ্তানি নিয়ন্ত্রণ বিষয়টিও চূড়ান্ত আলোচনায় অন্তর্ভুক্ত করতে বলেছে। তুরস্ক ‘একটি প্যাকেজ চুক্তি’ চেয়েছিল বলে জানান তিনি।

তুরস্ক ভিলনিয়াসে সুইডেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার প্রচেষ্টাকে অনুমোদন করার প্রতিশ্রুতি দেয়ার আগে গত বছর প্রাথমিকভাবে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদে আপত্তি জানানোর পর থেকে বিষয়টি স্থবির হয়ে পড়েছিল।

তুরস্ক কানাডার সাথে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আলোচনা করছে কি না, জানতে চাইলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন যে ন্যাটো মিত্রদের একে অপরের উপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা অগ্রহণযোগ্য এবং এই বিষয়ে ভিলনিয়াস শীর্ষ সম্মেলনে একটি নির্দিষ্ট অগ্রগতি হয়েছে। আমরা ভিলনিয়াস শীর্ষ সম্মেলনে গৃহীত আলোচনা এবং সিদ্ধান্তের ফলাফল অনুসরণ করব। সূত্র : রয়টার্স