Home আন্তর্জাতিক তানজানিয়ায় বিধ্বস্ত হয়ে লেকে আছড়ে পড়ল যাত্রীবাহী প্লেন

তানজানিয়ায় বিধ্বস্ত হয়ে লেকে আছড়ে পড়ল যাত্রীবাহী প্লেন

অনলাইন ডেস্ক : তানজানিয়ায় একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, প্রেসিশন এয়ার (এটিআর ৪২-৫০০) নামের ওই বিমানে ৪৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৬ জনকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারা নিখোঁজ আছেন, তাদের খোঁজে উদ্ধারকর্মী ও স্থানীয় জেলেরা কাজ চালিয়ে যাচ্ছেন। খবর বিবিসির।

গণমাধ্যমটি জানিয়েছে, বুকোবা অঞ্চলে বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি একটি লেকে আছড়ে পড়ে। প্লেনটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দাস এস সালাম থেকে মওয়ানজা হয়ে বুকোবাতে যেতে উড্ডয়ন করেছিল। আকাশে ওঠার পর এটি ঝড় ও ভারী বৃষ্টির সম্মুখীন হয়।

এ ঘটনায় কজন আহত হয়েছেন বা নিহতের সংখ্যা কত, সে ব্যাপারে কিছু জানায়নি তানজানিয়ান কর্তৃপক্ষ। ঘটনার পর প্লেনটি লেকের পানিতে ডুবে যায়। পানির পর শুধুমাত্র সেটির বাদামী ও সবুজ রঙের লেজের পাখনা দেখা যাচ্ছিল। প্লেনটিকে আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া থেকে বের করে আনার চেষ্টা করছে সংশ্লিষ্টরা।

Exit mobile version