Home আন্তর্জাতিক ট্রুডোর অভিনন্দন বার্তার জবাবে যা বললেন মোদি

ট্রুডোর অভিনন্দন বার্তার জবাবে যা বললেন মোদি

অনলাইন ডেস্ক : টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শুভেচ্ছা জানাতে ভুলেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে কানাডার। খবর ইন্ডিয়া টুডে

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে মোদিকে অভিনন্দন জানানোর পর মোদি ট্রুডোর ওই পোস্টে মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেন, দুই দেশের একত্রিত হয়ে কাজ করা উচিত। এক্ষেত্রে পারস্পরিক বোঝাপাড়া এবং সম্মানের প্রতি খেয়াল রাখা উচিত।

মোদি তার এক্স পোস্টে লিখেন, স্বাগত জানানোর জন্য কানাডার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পারস্পরিক সহযোগিতা এবং সম্মানের দিক বজায় রেখে কানাডার সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত।

গত বছর খালিস্তান নেতা হরদীফ সিং হত্যাকাণ্ডে ভারতকে অভিযুক্ত করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিন্তু কানাডার এ অভিযোগ অস্বীকার করে ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্যে বৈরী ভাব তৈরি হয়। বৈরী সম্পর্কের মধ্যেই মোদি এমন মন্তব্য করলেন।

এদিকে নরেন্দ্র মোদি ট্রুডোর স্বাগত জানানোর পোস্টের উত্তর দিতে চারদিন সময় নিলেন। যেখানে অন্যান্য দেশের নেতারা মোদিকে স্বাগত জানানোর পর পরই মোদিও এর পাল্টা উত্তরে তাদের ধন্যবাদ জানান।

লোকসভা নির্বাচনে বিজেপি জোট এনডিএ ৫৪৩ আসনের মধ্যে ২৯৪ আসনে জয় পাওয়ার পরই গত ৬ জুন নরেন্দ্র মোদিকে স্বাগত জানায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এক্স পোস্টে ট্রুডো বলেন, নির্বাচন জয় পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। কানাডা তার সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

Exit mobile version