Home আন্তর্জাতিক ট্রাম্প গুরুত্বসহকারে কখনো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেননি: ওবামা

ট্রাম্প গুরুত্বসহকারে কখনো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেননি: ওবামা

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বসহকারে কখনো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন ডেমোক্র্যাটিক কনভেনশনে অংশ নিয়ে বুধবার ওবামা এমনটি বলেন।

ওবামা বলেন, ২০১৭ সালে হোয়াইট হাউজ হস্তান্তরের সময় আমি ভেবেছিলাম যে রিপাবলিকান ট্রাম্প হয়তো গুরত্বসহকারে কাজ করবেন। কিন্তু সে কখনোই তেমনটি করেননি।

এদিকে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ওবামার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ছিলেন একজন ভয়ানক প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, ওবামা যুক্তরাষ্ট্রকে ভয়াবহ অবস্থায় রেখে গিয়েছিলেন বলেই জনগণ তাকে নির্বাচিত করেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

Exit mobile version