Home আন্তর্জাতিক টেনেসিতে টর্নেডোর আঘাতে শিশুসহ নিহত অন্তত ৬

টেনেসিতে টর্নেডোর আঘাতে শিশুসহ নিহত অন্তত ৬

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের কিছু অংশে শনিবার টর্নেডো এবং প্রচণ্ড ঝড় আঘাত হেনেছে। এতে অন্তত ছয়জন মারা গেছে। বিবিসি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, চরম আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যটিতে ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সেখানকার মানুষ বিদ্যুৎবিহীন হয়েছে। টেনেসির রাজধানী ন্যাশভিলের উত্তর উপশহরে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া প্রায় ৮০.৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ক্লার্কসভিলে শহরে দুইজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশুর মৃত্যু হয়েছে।

বিবিসি বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে উল্টে যাওয়া গাড়ি এবং উপড়ে পড়া গাছগুলো দেখা গেছে।

পাশাপাশি রাস্তায় সারিবদ্ধ ধ্বংসপ্রাপ্ত ভবনও দেখা গেছে। ফুটেজে টর্নেডোর ফানেল আকৃতির মেঘকে মাটি স্পর্শ করতে এবং আকাশজুড়ে বিদ্যুতের উজ্জ্বল ঝলক দেখা গেছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা শনিবার টেনেসিতে একাধিক টর্নেডো সতর্কতা জারি করেছে।

ক্লার্কসভিলে শহরের মেয়র জো পিটস জরুরি অবস্থা ঘোষণা করেছেন, যার মধ্যে কারফিউও অন্তর্ভুক্ত।

তিনি বলেছেন, ‘এটি ধ্বংসাত্মক সংবাদ। যারা প্রিয়জনদের হারিয়েছে তাদের পরিবারের জন্য আমি শোকাহত। গোটা শহর দুঃখের সময়ে তাদের সাহায্য করতে প্রস্তুত।’

অন্যদিকে মন্টেগোমারি কাউন্টি সরকার জানিয়েছে, আশপাশের এলাকার আরো ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউন্টির মেয়র ওয়েস গোল্ডিং বলেছেন, ‘আমাদের সম্প্রদায়ের জন্য এটি একটি দুঃখের দিন।

যারা আহত, প্রিয়জন হারিয়েছে, ঘরবাড়ি হারিয়েছে, আমরা তাদের জন্য প্রার্থনা করছি।’

ট্র্যাকিং সাইট পাওয়ারাউটেজ.ইউএস অনুযায়ী স্থানীয় সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিল বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Exit mobile version