Home আন্তর্জাতিক টাকার অভাবে সিরীয় শরণার্থীদের সহায়তা কমাচ্ছে জাতিসংঘ

টাকার অভাবে সিরীয় শরণার্থীদের সহায়তা কমাচ্ছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক : পর্যাপ্ত অর্থের অভাবে সিরীয় শরণার্থীদের সহায়তা কমিয়ে আনছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি থেকে জানানো হয়, জর্ডানের জাতারি ও আজরাক আশ্রয় শিবিরে থাকা ১ লাখ ১৯ হাজার সিরীয় শরণার্থীদের মাসিক সহায়তা কমে তিন ভাগের এক কমে যাবে।

সংস্থাটি জানায়, আগস্ট থেকে এই শরণার্থী শিবিরে থাকা সিরীয়রা মাসিক ২১ ডলার করে সহায়তা পাবেন যা আগের মাসগুলোতে ছিল ৩২ মার্কিন ডলার।

জাতিসংঘে সংস্থাটি সতর্ক করে জানায়, এই ক্যাম্পে থাকা সিরীয় শরণার্থীদের আয় খুবই কম। তারা প্রতিদিন মাত্র ৩০ সেন্ট করে আয় করতে পারে। ৫৭ শতাংশ শরণার্থীদের একমাত্র আয়ের উৎসই এই সহায়তা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জর্ডানের পরিচালক ও প্রতিনিধি অ্যালবার্তো করিয়া মেনডেস বলেন, আমরা পরিবারগুলোর পরিস্থিতির সম্ভাব্য অবনিত নিয়ে শঙ্কিত। কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের সহায়তা তহবিল শেষ হয়ে আসছে।

তিনি বলেন, এই সহায়তা কমানোর বিষয়টি নেতিবাচক প্রভাব রাখবে। শিশুশ্রম বাড়াতে পারে, অনেক শিশু স্কুল থেকে ছিটকে যেতে পারে, বাল্য বিবাহ বাড়তে পারে যা ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।

২০২৩ সালের শেষ দিকে ৪১ মিলিয়ন ডলার ঘাটতিতে পড়ারর শঙ্কায় রয়েছে ডব্লিউএফপি। সেজন্য সহায়তার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জর্ডানে জাতিসংঘের নিবন্ধিত সিরীয় শরণার্থীর সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। তবে প্রকৃত হিসেব ছাড়িয়ে যেতে পারে ১৩ লাখেরও বেশি।

Exit mobile version