অনলাইন ডেস্ক : ‘ফিরে চল মাটির টানে’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ এবারও আয়োজন করছে লোক উৎসবের। প্রবাসে বাংলার লোক ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষে উদীচীর এই আয়োজন।
আগামী ২৯ শেষ অক্টোবর উৎসব চলবে কানাডার টরেন্টোর ড্যানিয়েলস স্পেকট্রামে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। জাতীয় ও আন্তর্জাতিক সঙ্গীত ও নৃত্যে মুখরিত সন্ধ্যায় লোক গানের ঝাঁপি নিয়ে হাজির হবেন বাংলার লোকশিল্পী গুরুপ্রসাদ দেবাশীষ। কী-বোর্ড ও সঙ্গীত আয়োজনে আছেন জাহিদ হোসেন।
উদীচীর নিজস্ব পরিবেশনার পাশাপাশি যোগ দিচ্ছে ভারত ও ল্যাটিন আমেরিকার সঙ্গীত দল। নৃত্য পরিবেশনায় আছে নৃত্যালোক ডান্স একাডেমি, আনন্দধারা, সুকন্যা নৃত্যাঙ্গন, নৃত্যকলা কেন্দ্র আর তবলাবাদনে আছে উদীচীর ক্ষুদে বন্ধুরা। দর্শক-শ্রোতার জন্য থাকছে রকমারি খাবার ও অন্যান্য স্টল।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ টরন্টোবাসীকে স্বাগত জানিয়ে লোক উৎসবের অনুষ্ঠানমালাকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।