অনলাইন ডেস্ক : কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোতে মসজিদে ঢুকে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন ছিঁড়ে ফেলার চেষ্টা করেছেন উগ্রপন্থী এক ব্যক্তি। একই সঙ্গে তিনি মসজিদে উপস্থিত মুসল্লিদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ ছিঁড়ে ফেলা ও মুসল্লিদের ওপর হামলার চেষ্টার এই ঘটনার নিন্দা জানিয়েছে কানাডার সরকার।
গত ৮ এপ্রিল, শনিবার কানাডার বাণিজ্যমন্ত্রী ম্যারি এনজি মসজিদে মুসলিমদের ওপর বিদ্বেষমূলক এই অপরাধের নিন্দা জানিয়ে বলেছেন, মুসলিমদের পবিত্র গ্রন্থ ছিঁড়ে ফেলার প্রচেষ্টার সাথে এক ব্যক্তি জড়িত বলে যে অভিযোগ উঠেছে, কানাডীয় সমাজে এই ধরনের অপরাধের কোনও স্থান নেই।
অন্টারিওর মুসলিমদের সংগঠন ইসলামিক সোসাইটি অব মারখাম (আইএসএম) এক বিবৃতিতে বলেছে, গত ৬ এপ্রিল, বৃহস্পতিবার টরন্টো থেকে ৩০ কিলোমিটার উত্তরের মারখামের মসজিদে এক ব্যক্তি প্রবেশ করেন। পরে তিনি প্রকাশ্যে পবিত্র কোরআন ছিঁড়ে ফেলেন এবং মুসল্লিদের কটূক্তি করেন। মুসল্লিদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এনজি বলেছেন, ইসলামিক সোসাইটি অব মারখামে সহিংস ঘৃণাত্মক অপরাধ এবং বর্ণবাদী আচরণের ঘটনা শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তবে ওই ঘটনার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানি কানাডার এই মন্ত্রী। তিনি বলেছেন, আমাদের স¤প্রদায়ে এই সহিংসতা এবং ইসলামফোবিয়ার কোনও স্থান নেই।
মুসলমানরা পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের ক্ষতি করার যে কোনও প্রচেষ্টাকে ইসলাম ধর্মের অবমাননা হিসেবে দেখেন। কারণ তারা ইসলামি পবিত্র এই গ্রন্থকে আল্লাহর বাণী মনে করেন।পবিত্র রমজান মাসে মুসল্লিরা যখন মসজিদে নামাজের জন্য উপস্থিত হন, তখন এই ঘটনা ঘটেছে। মারখামের মসজিদে হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ইসলামিক সোসাইটি অব মারখাম।
কানাডার মুসলিমদের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিম টুইটারে এক টুইটে বলেছে, তারা এই ঘটনায় অত্যন্ত ব্যথিত। পুলিশ জানিয়েছে, হামলার পর একজনকে হেফাজতে রাখা হয়েছে। সা¤প্রতিক বছরগুলোতে কানাডার কয়েকটি শহরে মুসলিমবিরোধী বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে।
এ দিকে, মারখামের মেয়র ফ্র্যাঙ্ক স্কারপিটি আইএসএম-এর ঘটনাটিকে “ঘৃণার কাজ” বলে বর্ণনা করেছেন। “এই ঘটনার আগের রাতে আমি মুসলিম স¤প্রদায়ের সাথে ইফতার করতে অন্যান্য নেতাদের সাথে যোগ দিয়েছিলাম, স্কারপিটি একটি টুইটে বলেছেন। “আমি তাদের সকল অবদানের জন্য তাদের ধন্যবাদ জানাই। মারখাম #ইসলামফোবিয়ার তীব্র নিন্দা করে এবং আমরা মারখাম মুসলিম স¤প্রদায়ের সাথে সংহতি প্রকাশ করি।
ইয়র্ক আঞ্চলিক পুলিশ বলেছে, তদন্তকারীরা ২৮ বছর বয়সী টরন্টো ব্যক্তির বিরুদ্ধে “সন্দেহজনক ঘৃণা-প্রণোদিত ঘটনার পরে” বেশ কয়েকটি ফৌজদারি অপরাধের অভিযোগ এনেছে। সূত্র : রয়টার্স ও সিবিসি নিউজ