অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আরো কাছে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। মার্কিন মিডিয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

জরিপে বলা হয়েছে, এখন পর্যন্ত বাইডেন ২৩৮ ইলেক্টোরাল ভোটে এগিয়ে। তার প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে দরকার আর ৩২ টি ইলেক্টোরাল ভোট।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ২১৩ টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। দেশটিতে প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল ভোট দরকার।

এদিকে ট্রাম্প দেশটির স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, আমরা শুধু জিতিনি, বড়ো ব্যবধানে জিতেছি।

তবে বিভিন্ন মিডিয়া প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প এমন দাবি করতে পারেন না।

অন্যদিকে বাইডেন নির্বাচনী রাতের ভাষণে বলেছেন, আমরা জয়ের পথে রয়েছি বলে আমরা বিশ্বাস করি। সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বিবিসি, গার্ডিয়ান, ফক্স নিউজ।