বিনোদন ডেস্ক : বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলার শুক্রবার দিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজির করা হয়েছিল এই মামলার হোতা সুকেশ চন্দ্রশেখরকে। সেখানে এই মামলার সঙ্গে সম্পৃক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সম্পর্কে বিবৃতি দিয়েছেন তিনি।

সুকেশের দাবি, ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলায় জ্যাকলিন কোনো ভাবেই জড়িত নন। আদালতে তিনি বলেন, ‘জ্যাকলিন এই মামলার অংশ নয়, ওর কোনো চিন্তা নেই। আমি ওকে বাঁচানোর জন্যই এখানে আছি।’

ভারতীয় এক সংবাদ সংস্থার বরাতে এমন খবরই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।

এর আগে যখন আদালত থেকে সুকেশকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ), তখন সেখানে অবাক কাণ্ড করেছিলেন তিনি। জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে থাকা এক সাংবাদিককে সুকেশ বলেন, ‘ওকে আমার পক্ষ থেকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা জানিও।’

সুকেশকে তখন জানানো হয় জ্যাকলিনের মনোভাব। সাংবাদিক সুকেশকে বলেন, ‘জ্যাকলিনের মতে আপনি ওকে ব্যবহার করেছেন।’ জবাবে সুকেশ বলেন, ‘আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। ওর কাছে নিজস্ব যুক্তি আছে। আমি জ্যাকলিনের সম্পর্কে কোনো কথাই বলব না। তবে এটুকুই বলব যে, আমি তাকে ভালবাসি, তাই তাকে রক্ষা করার দায়িত্ব আমার।’

অন্যদিকে জিজ্ঞাসাবাদের সময় জ্যাকলিন স্পষ্ট জানান, সুকেশ তার আবেগ নিয়ে খেলা করেছেন। তার জীবন দুর্বিষহ করে তুলেছেন। যদিও ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর চোখে এই মামলায় জ্যাকলিনও সমান অপরাধী।