Home আন্তর্জাতিক জেলেনস্কিকে ‌‘নির্বাচনবিহীন স্বৈরাচার’ বললেন ট্রাম্প

জেলেনস্কিকে ‌‘নির্বাচনবিহীন স্বৈরাচার’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তহবিল ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে; কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র হঠাৎ নীতি পরিবর্তন করেছে এবং ট্রাম্প মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছেন।

গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলনস্কির পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেছে। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তার আর কোনো দেশ থাকবে না।’

ট্রাম্প অভিযোগ করেন যে জেলেনস্কি ইউক্রেনে নির্বাচন আয়োজন করতে অস্বীকার করেছেন। নির্বাচন ২০২৪ সালের এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রুশ আগ্রাসনের পর তা বিলম্বিত হয়।

ট্রাম্প অবজ্ঞার সুরে জেলেনস্কিকে একজন সফল কৌতুকাভিনেতা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে দিয়ে ৩৫ হাজার কোটি ডলার খরচ করিয়েছেন, এমন এক যুদ্ধে ঢুকেছেন যা জেতা সম্ভব না, যে যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না, যে যুদ্ধের সমাধান তিনি (জেলেনস্কি) যুক্তরাষ্ট্র এবং ‘ট্রাম্প’ ছাড়া কখনোই করতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের নেতা গত বছর রাজনৈতিক বিতর্কের সময় ইউক্রেন যুদ্ধে জয়ী হোক, একথা বলতে অস্বীকার করেন। তিনি বলেন, তিনি (জেলেনস্কি) একটা জিনিসই ভাল করতেন, আর তা হল (যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট) বাইডেনকে বাদ্যযন্ত্রের মত বাজিয়ে সামরিক সাহায্য আদায় করতেন।

তিনি আরও বলেন, আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি অত্যন্ত বাজে কাজ করেছে, তার দেশ বিধ্বস্ত এবং লক্ষ লক্ষ মানুষ কোনো প্রয়োজন ছাড়াই মারা গেছেন– এবং সেটা চলছেই।

এর আগে গত মঙ্গলবার ট্রাম্প এক সংবাদ সম্মেলন করে জেলেনস্কির সমালোচনা করেন। রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে। আমার মনে হয়, যুদ্ধ শেষ করা–সংক্রান্ত আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। ভালো কথা, আমি বলতে চাই, আপনারা সেখানে তিন বছর ছিলেন। আপনাদের এটা শেষ করা দরকার ছিল।’

সূত্র: ডয়সে ভেলে

Exit mobile version