অনলাইন ডেস্ক : জুয়ার রেসে অংশ নেয়ার দায়ে এক গাধাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আরো আটজনকে। তবে ওই আটজন অবশ্য গাধা নয়, মানুষ। একইসাথে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার রুপি। জুয়ায় অংশ নেয়ার অপরাধে বাকি আটজনের সাথে এফআইআরে গাধার নামটিও ছিল।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরে।
পুলিশের পক্ষ থেকে যতটা সম্ভব বিষয়টি এড়িয়ে যাওয়া হলেও দেশটির একজন সাংবাদিক গাধাসহ আটকদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতেই হৈ চৈ পড়ে গেছে চারদিকে।
পাকিস্তানের ওই সাংবাদিক গাধাসহ ধৃতদের ভিডিও পোস্ট করেন তার ফেসবুকে। তিনি লিখেছেন, ‘জুয়ার দৌড়ে অংশ নেয়ার জন্যে রহিম ইয়ার খান শহরে একটি গাধাকে গ্রেফতার করা হয়েছে। আটজন মানুষকেও অবশ্য আটক করা হয়েছে। সেই সাথে উদ্ধার হয়েছে ১ লাখ ২০ হাজার রুপি।’
ওই থানার এক পুলিশ কর্মকর্তা অবশ্য বলেছেন, ‘গাধাটিকে গ্রেফতার করা হয়েছে। কারণ বাকিদের সাথে এফআইআরে গাধাটির নামও ছিল। গাধাটিকে আপাতত থানার বাইরে বেঁধে রাখা হয়েছে।’
ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়ত। সূত্র : হিন্দুস্তান টাইমস