অনলাইন ডেস্ক : জি ২০ সম্মেলন সামনে রেখে তিন দিনের জন্য দিল্লির স্কুল, কলেজ ও সরকারি কার্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত সরকার।

আগামীকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠান।

৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে চলবে জি২০ সম্মেলন। ভারতের রাজধানী শহরে জড়ো হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা। যদিও এই সম্মেলনে অংশ নিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্মেলন কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনীর লক্ষাধিক সদস্যকে।

সূত্র: এএনআই