Home আন্তর্জাতিক জিনজিয়াং ও তিব্বতের করোনা পরিস্থিতি গোপন করেছে চীন!

জিনজিয়াং ও তিব্বতের করোনা পরিস্থিতি গোপন করেছে চীন!

অনলাইন ডেস্ক : জিনজিয়াং ও তিব্বতের করোনা ভাইরাসের মহামারীকে চীন সরকার নিশ্চিহ্ন করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির একজন উল্লেখযোগ্য পণ্ডিত ও এশিয়ান বিষয়ক বিশেষজ্ঞ।

লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের স্টাফ ডাঃ বুর্জিন ওয়াঘমার আরও বলেছেন, উইঘুরদের কেবল ভাষা হিসাবে নয়, ইসলাম ধর্মের মানুষ হওয়ায় রোবটিকভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে। তাদের সর কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানকার শিশুদের স্থানচ্যুত করা হয়েছে, অপসারণ করা হয়েছে, জোর করে তাদের বাবা-মায়ের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, এটি কোনও অতিরঞ্জিত কথা নয়। এটি সত্য ঘটনা। চীনে যতজন উইঘুর এবং তিব্বতি রয়েছে তাদের সবাইকে দেশটির নাগরিক হিসেবে বিবেচনা করেছে মার্ক্সবাদী, লেনিনবাদীরা। কিন্তু দেশটির বর্তমান কমিউনিস্ট সরকার তাদের সঙ্গে বিমাতা স্বরূপ আচরণ করেছে।

Exit mobile version