Home লিড নিউজ জাস্টিন ট্রুডোকেই প্রথম কল দিচ্ছেন বাইডেন

জাস্টিন ট্রুডোকেই প্রথম কল দিচ্ছেন বাইডেন

অনলাইন ডেস্ক : আগামী শুক্রবার থেকে প্রেসিডেন্ট জো বাইডেন বিদেশী নেতাদের ফোন করতে শুরু করবেন বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি জানান, বাইডেন শুরুতেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলবেন।

জো বাইডেনের শপথ নেওয়ার পর হোয়াইট হাউজে প্রথম সংবাদ সম্মেলনে জেন সাকি এসব তথ্য জানান।

এসময় তিনি আরও বলেন, এ মূহুর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কোন পরিকল্পনা প্রেসিডেন্টের নেই।

জেন বলেন, বাইডেনের শুরুর দিককার কলগুলো হবে সহযোগী ও সমমনাদের সঙ্গে।

এদিকে বাইডেনকে শুভেচ্ছা জানালেও তার প্রতি হতাশ বলে জানিয়েছে ট্রুডো। প্রেসিডেন্ট বাইডেনকে কিস্টোন পাইপ লাইনের অনুমোদন বাতিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করতে দেখে হতাশ বলে জনান ট্রুডো।

Exit mobile version