অনলাইন ডেস্ক : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জার্মান শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৭শে জুলাই) সন্ধ্যায় জার্মানির বার্লিনে এ জন্মশতবার্ষিকী পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্লিন আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব মিজানুর হক খান। বিশেষ অতিথি ছিলেন নুরজাহান খান নুরি ও বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। প্রধান বক্তা হিসাবে ছিলেন বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লুৎফুল খবীর খান ও পরিচালনা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জার্মান শাখার সাধারণ সম্পাদক আউয়াল খান।

আরও পড়ুন: ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম লেখালো গ্লোবাল থিংকার্স সোসাইটি

এতে আরও বক্তব্য রাখেন-কাজী আকরাম, ওয়াদুত মিয়া, রানা ভুঁইয়া, বাপ্পী তালুকদার, মইন আহমেদ, বেলাল হোসেন, আবিদ, লিখন, সাইফুল রনি,শরীফ রুবেল, মো. তাহের, পলাস, বিপ্লব ও রিমনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে যারা এ দেশকে পিছিয়ে দিতে চেয়েছিল তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি, কখনো হবেও না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশের কাতারে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ২০টি দেশের মধ্যে স্থান করে নিবে।’

বক্তারা করোনা ও বন্যা সফলভাবে মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।