বিনোদন ডেস্ক : আটকের ২৬ দিন পর অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে জামিন ঘোষণা করেন। জামিন হলেও মঙ্গলবার রাতেই চিত্রনায়িকা পরীমণির মুক্তি মিলছে না বলে জানান কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কাশিমপুর কারাকর্তৃপক্ষের কাছে পরীর জামিননামা পৌঁছায়নি। তাই আজ পরীমণির কারামুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলেই জনিয়েছেন কারাকর্তৃপক্ষ।
সন্ধ্যা ৭টায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ‘নিয়ম মোতাবেক কোনো আসামির জামিন হলে সে জামিননামা বিকেল পাঁচটার মধ্যে আমাদের কাছে এলে আমরা কারামুক্ত করি। কিন্তু পরীমণির জামিননামা এখন পর্যন্ত আমাদের হাতে পৌছায়নি। তাই আজ (মঙ্গলবার) জামিন হলেও কারাগার থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। তবে কারাগারে তাঁর জামিনের কাগজপত্র পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হবে।’
তবে কারাকর্তৃপক্ষের বরাতে জানা গেছে অনেক ক্ষেত্রে পাঁচটার পরও জামিননামা পৌঁছালে কারামুক্ত করার নিয়ম রয়েছে। সেটা বিশেষ কারণে হতে পারে। পরীমণির বেলায় এমন কারণ দেখাতে পারলে আজই তার কারামুক্তর সম্ভাবনা থাকতে পারে।
এদিকে পরীমণির মুক্তিতে কোনো বাধা নেই উল্লেখ করে তার আইনজীবী মজিবুর রহমান বলেন, আমরা চেষ্টা করব যাতে আজকেই যেন তাকে জেলহাজত থেকে মুক্ত করা যায়। অভিযোগপত্র হওয়ার আগ পর্যন্ত পরীমণি জামিনে থাকতে পারবেন।
পরীমণির আইনজীবী মজিবুর রহমান আরও বলেন আমরা পরীমণির জামিননামা দাখিল করেছি। তবে জামিননামা দাখিলের পর কিছু প্রক্রিয়া আছে, সেগুলো চলছে। সেই প্রক্রিয়াটি শেষ হলেই প্রথমে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ যাবে। সেখান থেকে কাশিমপুর কারাগারে পৌঁছাবে। তারপর তিনি মুক্তি পাবেন। তবে আজকে তার কারাগার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম।