অনলাইন ডেস্ক : জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অব ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী দ্য ন্যাশনাল মিউজিয়াম অব ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন।

শেখ হাসিনা জাদুঘরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
নজরুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব পরিবেশে মানবজাতি কীভাবে টেকসই উপায়ে টিকে থাকতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

তিনি আরও বলেন, কীভাবে কার্বন ডাই অক্সাইড নির্গমন, প্লাস্টিক এবং অন্যান্য মানব ক্রিয়া মানবজাতি এবং গ্রহের অন্যান্য প্রাণীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে এবং এটি থেকে বাঁচার উপায় সম্পর্কেও প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়।

প্রধানমন্ত্রী স্পেসশিপের একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এ সময় তার বড় বোন শেখ হাসিনার সঙ্গে ছিলেন। সূত্র : বাসস।