স্পোর্টস ডেস্ক : অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাকে কেন্দ্র করে সেই ২০১৬ সাল থেকে ফ্রান্স জাতীয় দলের বাইরে করিম বেনজেমা। লা লিগা কাঁপানো এই তারকাকে ছাড়াই ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়ে ফ্রান্স।
এছাড়া কোচ দিদিয়ের দেশমের সঙ্গে তিক্ততা তার চরমে। ধারণা করা হচ্ছিল দেশের জার্সিতে আর কখনোই দেখা যাবে না বেনজেমাকে।
তবে আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের আগে হঠাৎ সম্ভাবনা দেখা দিয়েছে বেনজেমার জাতীয় দলে ফেরার।
ফরাসি মিডিয়ায় জোর গুঞ্জন, আবার ফ্রান্সের জার্সিতে ফিরতে যাচ্ছেন বেনজেমা! অতীতের সব তিক্ততা ভুলে রিয়াল তারকাকে নাকি ইউরোর দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন দেশম।
প্যারিসের প্রভাবশালী পত্রিকা এল ইকুইপে ও লে পেরেসিয়ান এবং মার্কা নিশ্চিত হয়েছে, বেনজেমাকে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে অন্তর্ভূক্ত করতে চলেছেন ফরাসি দলের কোচ ।
আগামী মাসে শুরু হবে ইউরো। আগুনে ফর্মে থাকা বেনজেমাকে জাতীয় দলে ফেরাতে বড় ভূমিকা রাখছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত।
২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের আগ মুহূর্তেই বেনজেমাকে ফ্রান্স জাতীয় দল থেকে বাদ দেয়া হয়। ম্যাথ্যু ভালবুয়েনা কাণ্ডে ৩৩ বছর বয়সী এই বেনজেমাকে শাস্তিই দিয়েছিলেন কোচ দেশম। পাঁচ বছর পর দু’পক্ষের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।