Home সাহিত্য জল-তরঙ্গে

জল-তরঙ্গে

মুরশাদ সুবহানী

জল-তরঙ্গে বাতাসের গান
এক মাঝি সেই সুরে হৃদয়ের গান ধরে;
তাল-লয় কাটে তাতে কোন ভ্রুক্ষেপ নেই।
মাঝি নাচে জল-তরঙ্গে।
সে তো কোন বেতার-টিভিতে অডিশন দেবে না।
তাল-লয়ে তার কিছু এসে যায় না।
মনের আনন্দই তার কাছে বড়।
কল্পনায় আঁকে প্রিয়ার মুখচ্ছবি।
বাতাসের বেগে তার গান ছুটে চলে
বিষাদের সুর হয়ে কোনো দূরদেশে।

(ফ্লোরিডা, ইউএসএ প্রবাসী)

Exit mobile version